উচ্চ রক্তচাপে জীবনযাপন প্রনালী রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি সুস্থ্য জীবনযাপন প্রণালী মেনে চললে রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ থাকে। ফলে, ঔষধ না বাড়ানো, এমনকি কমানোও অনেক ক্ষেত্রে সম্ভব।তাহলে, কি সেই পদক্ষেপগুলো যার ফলে রক্তচাপ কমে যায়।
উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ (hypertension) কে বলা হয় নিরব ঘাতক (silent killer)। নিজেকে এবং নিজের প্রিয়জনকে বাচাতে হলে সচেতনতার কোন বিকল্প নাই। এই বিষয়ে পড়ুন এখানে।