পাঁচ বছরের কমবয়সী শিশুদের লক্ষণ অনুযায়ী ভাগ করে লক্ষণের তীব্রতা অনুযায়ী ভাগ করে চিকিৎসা দেয়ার একটি পদ্ধতি হচ্ছে IMCI (integrated management of childhood illness) বা, অসুস্থ্য শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা। এই পদ্ধতি ব্যবহার করে দীর্ঘমেয়াদী ও উচ্চতর প্রশিক্ষণ ছাড়াই, যেকোন দেশের প্রত্যন্ত অঞ্চলে খুবই সীমিত সামর্থ্যের মধ্যেও চিকিৎসা দেয়া সম্ভব।
এ কারণে বাংলাদেশ সরকার IMCI কে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আইএমসিআই কর্ণার (IMCI corner) চালু করেছে। এই কর্ণারগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স বা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের মাধ্যমে ৫ বছরের কম বয়সী শিশুদের চিকিৎসার দেয়া হয়ে থাকে। শিশুর কোন জটিলতা থাকলে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়। শিশুর অভিভাবককে ফলোআপ এবং ঘরে শিশুর যত্ন কিভাবে নিতে হবে এ সম্পর্কেও বোঝানো হয়। এভাবে অল্প সময়ে বেশি সংখ্যক শিশুকে চিকিৎসা দেয়া সম্ভব হয়। একই সাথে জটিল রোগে আক্রান্ত শিশুরাও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয় না।
এমবিবিএস কোর্স-এ IMCI
এমবিবিএস কোর্সের সর্বশেষ পেশাগত পরীক্ষার আগে শিশুরোগবিদ্যা বা পেডিয়াট্রিক্সে IMCI গুরুত্ব দিয়ে পড়ানো হয় এবং পরীক্ষায় ধরা হয়। কাজেই, প্রত্যেক মেডিকেল ছাত্রছাত্রীর IMCI সম্পর্কে ধারণা থাকা জরুরী।
শিশুরোগবিদ্যা বা পেডিয়াট্রিক্সএর স্নাতোকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যও এই বিষয়টি অবশ্য পাঠ্য।
Training module
এটি ১১দিন ব্যাপী ট্রেনিং এর একটি মডিউল। এতে বিস্তারিতভাবে আইএমসিআই-এর প্রায়োগিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এতে ভিডিও, ছবি ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সম্মক ধারণা দেয়া হয়ে থাকে। তবে, বিশদ বর্ণনা থাকায় মডিউলটি বেশ বড় (৪২৯ পৃষ্ঠা)। এটি ছাত্রছাত্রী বা অন্যদের জন্য অল্প সময়ে পড়ার উপযোগী না। তারপরও যদি বিস্তারিত জানার কারো আগ্রহ থাকে নিচের লিংকে ক্লিক করে সংগ্রহ করা যেতে পারে।
Chart booklet 2019
এজন্যই দ্রুত একটু দেখে নেয়া বা রিভিশন দেয়ার জন্য চার্ট বুকলেটটি বেশ উপযোগী। এতে শুধুমাত্র চার্টগুলো আছে। চার্টগুলো এক হিসাবে পুরো IMCI training module-এর সারাংশ। বিশেষ করে যারা ট্রেইনিং মডিউলটি পড়েছেন বা ট্রেনিং করেছেন তাদের জন্য এই চার্ট বুকলেটটা বেশ উপকারী। তাছাড়া, মডিউল এবং চার্ট বুকলেটের মধ্যে সাংঘর্ষিক কিছু থাকলে চার্ট বুকলেটটাই গ্রহনযোগ্য হবে। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত চার্ট বুকলেটটি নিচে দিচ্ছি। আশাকরি, সবারই কাজে লাগবে।
একই চার্ট বুকলেটটি বাংলায় পেতে নিচের লিংকে ক্লিক করুনঃ
আমাদের ওয়েবসাইটে শিশুবিভাগের চিকিৎসক ও শিক্ষানবিস চিকিৎসকদের জন্য উপকারী হতে পারে এমন আরো একটু ডকুমেন্ট বা ই-বুক পিডিএফ আকারে দেয়া আছে। Aids to Pediatrics তার মধ্যে একটি। এটি শিশু বিভাগের ভর্তি রোগীদের চিকিৎসা সংক্রান্ত সংক্ষিপ্ত বর্ণনা আছে। আগ্রহী হলে ই-বুকটি চেক করতে এখানে ক্লিক করুন।