পিপিইঃ কোনটা ব্যবহার করবেন?

করোনা ভাইরাস সংক্রমণের সাথে সাথে পিপিই এখন সবার মুখে মুখে। পিপিই বা PPE অর্থ personal protective equipment. এগুলো নিজেকে এবং সমাজকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাচানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। পিপিইএর মধ্যে হাতমোজা (gloves),  মেডিকেল মাস্ক (medical mask), গগলস (goggles) বা ফেসশিল্ড এবং জামা (gown). সাথে যখন অত্যন্ত জরুরী ক্ষেত্রে রেসপিরেটর মাস্ক (i.e. N95/FFP2 মানের বা সমমানের) এবং এপ্রন। এসংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ভিজিট করুন। 

পিপিই

তবে শুধু পিপিই দিয়ে নিজেদের সম্পুর্ণ সুরক্ষা দেয়া সম্ভব না। সবচেয়ে কার্যকর হচ্ছে ব্যক্তিগত সতর্কতাঃ

১। হাতের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা

২। চোখে, মুখ, নাকে হাত না দেয়া

৩। কাশির ক্ষেত্রে সতর্কতা রক্ষা করা

৪। সামাজিক দুরত্ব বজায় রাখা

৫। কাশি বা শ্বাসকষ্ট থাকলে

(সুরক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতে দেখতে এখানে ক্লিক করুন)

কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের সংগে সংস্পর্শ যারা আসবে তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এজন্য সঠিক মানের পিপিই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। এজন্য, প্রশিক্ষণদের ব্যবস্থা জোরদার করতে হবে।

পিপিইএর বৈশ্বিক স্বল্পতা

বর্তমানে পৃথিবীতে পিপিইর স্বল্পতা আছে। চাহিদা বেড়ে যাওয়ার সাথে সাথে অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারও ফুরিয়ে যাওয়ার কারণ হিসেবে দেখা দিবে।  এজন্য সবাইকে শুধু প্রযোজ্য পিপিই ব্যবহার করতে হবে। নতুবা হঠাত করে স্বল্পতা দেখা দিলে স্বাস্থ্যকর্মীরা ব্যপকহারে আক্রান্ত হবে এবং স্বাস্থ্যসেবা ভেংগে পড়তে পারে।

নিজের জন্য প্রয়োজনীয় পিপিই কোনটি দেখে নিনঃ

স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান

অন্তঃবিভাগের কর্মরত জনবলের ক্ষেত্রে পিপিইএর ব্যবহার

কর্মস্থল ব্যক্তি কার্যপরিধি পিপিইএর ধরণ
রোগীর কক্ষে স্বাস্থ্যসেবা প্রদানকারী কোভিড-১৯ রোগীকে সরাসরি সেবাদান ১। মেডিকেল মাস্ক
২। গাউন/জামা
৩। হাতমোজা/গ্লাভস
৪। চোখের সুরক্ষা (গগলস বা ফেসফিল্ড)
কোভিড-১৯ এর রোগীর জন্য ধোয়াউৎপন্নকারী কাজ (aerosol-generating procedures) কাজ ১। রেসপিরেটর মাস্ক (N95/FFP2 বা সমমানের)
২। গাউন (Gown)
৩। হাতমোজা (gloves)
৪। চোখের সুরক্ষা
৫। এপ্রন
ক্লিনার কোভিড-১৯ রোগীর কক্ষে পরিষ্কার/পরিচ্ছন্নতা বজায় রাখা ১। মেডিকেল মাস্ক
২। গাউন/জামা
৩। পুরু হাতমোজা/হেভি ডিউটি গ্লাভস
৪। চোখের সুরক্ষা (গগলস বা ফেসফিল্ড)
৬। বুট
ভিজিটরস কোভিড-১৯ রোগীর কক্ষে প্রবেশ ১। মেডিকেল মাস্ক
২। গাউন (Gown)
৩। হাতমোজা (Gloves)
রোগী চলাচলের জায়গা (ওয়ার্ড বা করিডোর) সকল কর্মী কোভিড-১৯ রোগীর সাথে দেখা না হলে বা সংস্পর্শে না আসলে কোন পিপিই লাগবে না।
রোগী বাছাই এলাকা (Triage Area) স্বাস্থ্যকর্মী প্রাথমিক বাছাই (কোভিড-১৯ রোগীর সাথে সংস্পর্শ ছাড়া) কমপক্ষে ১ মিটার সামা
ল্যাবরেটরি ল্যাব টেকনিশিয়ান শ্বাসতন্ত্রের স্যাম্পল ব্যবহার করা ১। মেডিকেল মাস্ক,
২। গাউন,
৩। গ্লাভস,
৪। চোখের সুরক্ষা (যদি চোখে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে)
প্রশাসনিক এলাকা যেকোন ব্যাক্তি এমন প্রশাসনিক কাজ যাতে কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসতে হয় না কোন পিপিই লাগবে না

বহির্বিভাগে কর্তব্যরত জনবলের ক্ষেত্রে পিপিইএর ব্যবহার

কর্মস্থল ব্যাক্তি কার্যপরিধি পিপিইএর ধরণ
পরামর্শকের কামরা স্বাস্থ্যকর্মী শ্বাসতন্ত্রের লক্ষণ সম্বলিত রোগী দেখা ১। মেডিকেল মাস্ক,
২। গাউন,
৩। গ্লাভস
৪। চোখের সুরক্ষা
স্বাস্থ্যকর্মী শ্বাসতন্ত্রের লক্ষণ নাই এমন রোগীকে সেবা প্রদান করা ঝুকি কমানোর জন্য প্রয়োজনীয়
রোগী (শ্বাসতন্ত্রের সমস্যা আছে) সব সহ্য করতে পারলে মেডিকেল মাস্ক পড়তে হবে
রোগী (শ্বাসতন্ত্রের সমস্যা নাই) সব কোন পিপিই লাগবে না
পরিচ্ছন্নতাকর্মী শ্বাসতন্ত্রের সমস্যা আছে এমন রোগী দেখার কক্ষ পরিষ্কার করা ১। মেডিকেল মাস্ক,
২। গাউন,
৩। পুরু গ্লাভস
৪। চোখের সুরক্ষা (ফেসশিল্ড বা গগলস)
৪। বুট
ওয়েটিং রুম রোগী (শ্বাসতন্ত্রের সমস্যা আছে) সব সহ্য করতে পারলে মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে
এবং অন্য কোন রুমে সরিয়ে দিতে হবে; সম্ভব না হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
রোগী (শ্বাসতন্ত্রের সমস্যা নাই) সব কোন পিপিই প্রয়োজন নেই।
প্রশাসনিক এলাকা সকল কর্মী, স্বাস্থ্যকর্মীসহ প্রশাসনিক কাজ কোন পিপিই প্রয়োজন নেই

রোগী বাছাই এলাকায় (Triage Area) পিপিইএর ব্যবহার

ব্যাক্তি কার্যপরিধি পিপিইএর ধরণ
স্বাস্থ্যকর্মী প্রাথমিক বাছাইয়ে সরাসরি স্পর্শের সম্ভাবনা নাই সামাজিক দূরত্ব বজায় রাখুন;
কোন পিপিই প্রয়োজন নাই
রোগী (শ্বাসতন্ত্রের সমস্যা আছে) সব সহ্য করতে পারলে মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে
এবং অন্য কোন রুমে সরিয়ে দিতে হবে; সম্ভব না হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
রোগী (শ্বাসতন্ত্রের সমস্যা নাই) সব কোন পিপিই প্রয়োজন নেই।

জনসাধারণের জন্য পিপিইএর ব্যবহার

ঘরে অবস্থানকারীর জন্য ব্যাক্তি কার্যপরিধি পিপিইএর ধরণ
শ্বাসতন্ত্রের লক্ষণ আছে এমন কেউ সব কমপক্ষে ১ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখা,
মেডিকেল মাস্ক ব্যবহার করবে যদি সহ্য করতে পারে (ঘুমের সময় ব্যতীত)
সেবাদানকারী রোগীর কক্ষে প্রবেশ করে, কিন্তু সরাসরি সহায়তা করে না বা সরাসরি সেবা দেয় না মেডিকেল মাস্ক
সেবাদানকারী সরাসরি সেবা দেয়, বা যখন কোভিড-১৯ রোগীর মল, প্রস্রাব, বা ময়লা জিনিসপত্র ধরার প্রয়োজন হলে ১। গ্লাভস, ২। মেডিকেল মাস্ক, ৩। এপ্রন (যদি গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে)
স্বাস্থ্যকর্মী সরাসরি কোভিড-১৯ রোগীকে সেবা দেয়। ১। মেডিকেল মাস্ক,
২। গাউন,
৩। গ্লাভস,
৪। চোখের সুরক্ষা
জনসমাগমের এলাকা শ্বাসকষ্ট বা কাশি থাকলে সব কোন পিপিইএর প্রয়োজন নাই।

এম্বুলেন্স বা অন্য পরিবহনের ক্ষেত্রে পিপিইএর ব্যবহার

ব্যাক্তি কর্মপরিধি পিপিইএর ধরণ
স্বাস্থ্যকর্মী সন্দেহভাজন কোভিড-১৯ রোগী পরিবহনে জড়িত ১। মেডিকেল মাস্ক,
২। গাউন,
৩। গ্লাভস,
৪। চোখের সুরক্ষা
চালক শুধু গাড়ি চালনা করেন, এবং চালকের কক্ষ রোগীর কক্ষ থেকে সম্পুর্ন আলাদা কোন পিপিই প্রয়োজন নাই।
১ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে
গাড়িতে রোগী তোলা বা নামানোর সংগে জড়িত থাকে ১। মেডিকেল মাস্ক,
২। গাউন,
৩। গ্লাভস,
৪। চোখের সুরক্ষা
রোগীর সংস্পর্শে আসে না কিন্তু কক্ষ আলাদা না মেডিকেল মাস্ক
সন্দেহভাজন কোভিড-১৯ রোগী পরিবহন মেডিকেল কলেজ (সহ্য করতে পারলে)
পরিচ্ছন্নতাকর্মী গাড়ি বা এমবুলেন্স পরিষ্কার করা ১। মেডিকেল মাস্ক,
২। গাউন
৩। পুরু গ্লাভস,
৪। চোখের সুরক্ষা,
৫। বুট