করোনা ভাইরাস
সারা বিশ্ব এখনও করোনা ভাইরাস অতিমারী মোকাবেলার চেষ্টা করছে। সংখ্যা হিসেবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে আমেরিকা, ব্রাজিল ও ভারতে। কিন্তু ইতালি, স্পেন এবং যুক্তরাজ্যে অনেক মানুষ এই ভয়াবহ রোগে জীবন হারিয়েছেন। চীনে শুরু হওয়া এই রোগ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং এর শেষ কবে হবে তা এখনো নিশ্চিত না। বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। টিকা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে বেশ কিছু টীকা আবিষ্কার হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে আবিষ্কৃত অক্সফোর্ড অস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাক্সিনটি বাংলাদেশে দেয়া হয়েছে। এখন চীনের সাইনোফার্ম কোম্পানির সাইনোভ্যাক, এবং ফাইজার বায়োএনটেক এর ভ্যাক্সিন দেয়া শুরু হচ্ছে। এছাড়া বংগভ্যাক্স নামে বাংলাদেশের একটি ভ্যাক্সিনের ট্রায়ালের অনুমতিও দেয়া হয়েছে। তবে, এখনো বাংলাদেশে ভ্যাক্সিন পাওয়া লোকের পরিমাণ কম। ফলে, সংক্রমণের ঝুকি রয়েই গেছে।
করোনাভাইরাস থেকে বাঁচার জন্য কি করতে হবে?
এই ভাইরাস থেকে বাচার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলতে হয়। যেমন- জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, বের হলে মাস্ক পরিধান করা, ঘন ঘন সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড করে হাত ধোয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে মানুষের মধ্যে এগুলো মেনে চলার প্রবণতা কমে যাচ্ছে। এই প্রবণতা অনেক পরিবারের জন্যই বিপদ ডেকে আনছে। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন করোনা ভাইরাস থেকে কিভাবে বাচবেন?
আসুন নিয়ম মেনে চলি এবং সুস্থ্য থাকি। যদিও করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বেশিরভাগ আক্রান্তের কোন লক্ষণ থাকে না বা থাকলেও মৃদু লক্ষণ থাকে। তবে, একাংশের ক্ষেত্রে এ রোগ তীব্র হয়ে উঠতে পারে। বিশেষ যাদের বয়স বেশি, ডায়বেটিস, হাইপারটেনশন ইত্যাদি রোগ আছে। এমনও দেখা যাচ্ছে অল্প বয়স্ক আক্রান্তের মাধ্যমে ঝুকিতে আছে এমন লোক আক্রান্ত হচ্ছে। এজন্য প্রত্যেকে নিয়ম মেনে চলা জরুরী।
করোনা নিয়ে মানুষের মধ্যে প্রাথমিকভাবে আতংক দেখা দিয়েছিল, এখন আবার মানুষের মধ্যে অসচেতনতা ছড়িয়ে পড়ছে। একই সাথে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে। একারণে সঠিক তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎস পছন্দ করা জরুরী। উদাহারণ হিসেবে-
১। বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.corona.gov.bd
২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট Corona Virus Update
৩। সর্বশেষ পরিসংখ্যানের জন্য ওয়ার্ল্ডোমিটার
করোনা ভাইরাসের এই অতিমারী সবারই মহাবিপদ। একা একা কারো পক্ষেই এর হাত থেকে বাচা সম্ভব হবে না। এই করোনা ভাইরাস অতিমারীর মোকাবেলা আমাদের সবাইকে এক হয়েই করতে হবে। করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে আমাদের আরো কিছু প্রবন্ধ উপকারী প্রমাণিত হতে পারে।